তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

0
594

তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়া হয়েছে। তাইওয়ানের স্বাধীনতাপন্থি শক্তিকে ‘ভুল সিগন্যাল না পাঠাতে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে এই সতর্কবাণী দিয়েছেন চীনের সিনিয়র কূটনীতিক ওয়াং ই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চ্যুয়াল মিটিংয়ে বসার কথা যুক্তরাষ্ট্রের সময় সোমবার। ভৌগলিক কারণে এই সময় এশিয়ায় মঙ্গলবার। এর আগে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে আলোচনা করেন ওয়াং ই