মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ

অনলাইন ডেস্ক

0
690

মিয়ানমারে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে অবিলম্বে লড়াই বন্ধ এবং জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সম্মতি পাওয়া এক বিরল বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

এদিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চীন প্রদেশে অভ্যুত্থানবিরোধীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে সামরিক বাহিনী। চীন রাজ্যে ভারী অস্ত্রশস্ত্র ও সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা।