ক্ষমতা হস্তান্তরের পর সরকারের অংশ হবেন না জেনারেল বুরহান

0
446

সুদানে সামরিক অভ্যুত্থানের নেতা সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান বলেছেন, ক্ষমতা হস্তান্তরের পর কোনো সরকারেই তিনি অংশগ্রহণ করবেন না। সামরিক অভ্যুত্থানে দেশটির প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে উৎখাতের পর সেনাবাহিনী বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেছে- এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।

প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরো বলা হয়, গত ২৫ শে অক্টোবর ক্ষমতা গ্রাস করতে অভ্যুত্থান ঘটান জেনারেল বুরহান। এর প্রতিবাদে রাজপথ তাঁতিয়ে তোলেন বিক্ষোভকারীরা। জবাবে তাদের বিরুদ্ধে ভয়াবহ দমনপীড়ন চালায় তার বাহিনী। নিরপেক্ষ সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরসের মতে, তারপর থেকে কমপক্ষে ১৪ বিক্ষোভকারীকে হত্যা করেছে সেনারা।