আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে: স্পিকার

0
300
আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে।

রোববার (০৭ নভেম্বর) সংসদ ভবনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা সৌজন্য সাক্ষাৎ করতে এলে একথা বলেন স্পিকার।
এ সময় তারা ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসময় কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রফতানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।