ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় আনোয়ারা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুর প্রতিনিধি

0
372
আনোয়ারা বেগম

আজ ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিশিষ্ট সমাজ সেবী আনোয়ারা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

তিনি ছিলেন মুসলিম মিশন, শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, বুদ্ধিপ্রতিবন্ধি স্কুল ও অন্ধকল্যান সমিতির আজীবন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মো. ফিরোজার রহমানের (ফিরোজ মাস্টার) স্ত্রী। তিনি ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুসলিম মিশনে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছেন। এ ছাড়া মরহুমার মাগফিরাত কামনার জন্য কয়েকটি মাদ্রাসার কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুমার সকল আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা তার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানিয়েছেন।