হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসছে শুকনা মরিচ

দিনাজপুর প্রতিনিধি

0
302

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সম্প্রতি আমদানি হচ্ছে শুকনা মরিচ। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে এবং বাজারে শুকনা মরিচের চাহিদা থাকায় বেশি করে আমদানি করছেন ব্যবসায়ীরা। এতে করে সরকারের রাজস্ব আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এসব মরিচ।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, হিলি স্থলবন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি বৃদ্ধি পেয়েছে। কাস্টমসের নির্ধারিত স্লাব অনুযায়ী ১০ চাকার ট্রাকে ১৫ টন, আর ১২ চাকার ট্রাকে ২০ টন করে শুকনা মরিচ আমদানি হচ্ছে। প্রতিটন শুকনা মরিচ এক হাজার ৬০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, যা একই মূল্যে কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন করছে। এতে কেজি প্রতি শুকনা মরিচের শুল্ক বাবদ পরিশোধ করতে হচ্ছে ২১ টাকা।

হিলি কাস্টমসের তথ্য মতে, অর্থবছরের প্রথম মাস (জুলাই) থেকে শুরু করে ২৫ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে ৭শ ৫০ টন শুকনা মরিচ আমদানি হয়েছে। এইসব শুকনা মরিচ থেকে সরকার রাজস্ব পেয়েছে ১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। আমদানি বৃদ্ধি পেলে আরো রাজস্ব বৃদ্ধি হবে।