পীরগঞ্জে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট

0
345

রংপুরের পীরগঞ্জে হামলা ভাঙচুরসহ সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাণীয়ারদিঘি এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ইসকন মন্দির থেকে বের হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান নেয়।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়ে স্বারকলিপি দেন তারা। শেষে পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলনরত সনাতন ধর্মাবলম্বীরা তাদের অবরোধ স্থগিত করে।