পীরগঞ্জের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

0
656
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুরের পীরগঞ্জে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শেখ রাসেল দিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পীরগঞ্জকে বেছে নেয়া খুবই স্বাভাবিক। তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সে উদ্দেশ্য প্রধানমন্ত্রীর আসন বেছে নিয়েছে। বাড়িঘরে আগুন দিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যার জন্য দায়ী বিএনপি-জামায়াত।

এসব হামলা ও বিশৃঙ্খলা রুখতে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।