তুরস্কের ভালোবাসাময় স্মৃতি বুবলির

বিনোদন ডেস্ক

0
558

শাকিব খান ও বুবলি জুটির আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’। ছবির ‘পাগল মন’ শিরোনামের গানটির শুটিং হয়েছিল তুরস্কে। দেশটির আকর্ষণীয় লোকেশনে শুটিং হয়েছিলো গানটির। এ পর্যন্ত গানটির ভিডিও দেখা হয়েছে ২ কোটি ৮০ লাখেরও বেশি বার। সেখানেই মধুর যন্ত্রণায় পড়েছিলেন হালের আলোচিত নায়িকা বুবলি। একদল তুর্কি শিক্ষার্থীদের সেলফি তোলার আবদার মেটাতে হয়েছে তাকে। বেশ কিছুক্ষণ ধরেই শিক্ষার্থীরা বুবলির সঙ্গে ছবি তুলেছেন। বুবলিও হাসিমুখে প্রত্যেক শিক্ষার্থীর আবদার মিটিয়েছেন।

সেই সময় ধারণ করা একটি ভিডিও শুক্রবার ফেসবুকে শেয়ার করেছেন বুবলি। ক্যাপশনে বুবলি লিখেছেন, তুরস্কের ভালোবাসাময় স্মৃতি। ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘পাগল মন’ গানের শুটিংয়ের সময় দুর্দান্ত সব তুর্কি শিক্ষার্থীর সঙ্গে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বুবলীর অভিনীত ‌‘চোখ’ ছবিটি মুক্তি পেয়েছে। সম্প্রতি সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির কাজ শেষ করেছেন বুবলি। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ছবিটি মুক্তি পাবে। এছাড়াও বুবলির ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘রিভেঞ্জ’ ছবির কাজও প্রায় শেষের দিকে।