পরীমণি ও রাজের গোপন মিশন!

0
643

চিত্রনায়িকা পরীমণি জীবনের বড় ধাক্কা সামলে আবারও ব্যস্ত হয়েছেন সিনেমার কাজে। অংশ নিয়েছেন একটি সিনেমার ডাবিংয়ে, আরেকটি সিনেমার প্রেস কনফারেন্সে। এছাড়া একেবারে নতুন একটি সিনেমাতেও যুক্ত হয়েছেন নায়িকা। যেটার নাম ‘গুনিন’। এতে তার নায়ক তরুণ তুর্কি শরিফুল রাজ।

‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। তবে ঠিক কোথায় সিনেমাটির চিত্রায়ন হবে, আর পরী-রাজ কবে নাগাদ ক্যামেরার সামনে দাঁড়াবেন, সে তথ্য গোপন রাখা হয়েছে। চুপিসারেই ‘গুনিন’ মিশন শেষ করতে চান তারা।